ডিসেম্বর প্রকল্প-০১ টেপারডাঙ্গা দারুস সুন্নাহ নূরানি একাডেমি ও হাফেজিয়া মাদরাসা টিউবওয়েল স্থাপন





প্রকল্প-০১
তারিখঃ ১৮/১২/২০২৫
স্থানঃ টেপারডাঙ্গা দারুস সুন্নাহ নূরানি একাডেমি ও হাফেজিয়া মাদরাসা
ঠিকানাঃ টেপারডাঙ্গা, পোষ্ট অফিসঃ ভোটমারী, উপজেলাঃ কালীগঞ্জ,জেলাঃ লালমনিরহাট



আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবারো আপনাদের দোয়ায় মানবীক কাজে ফিরে এসেছি।
সেই সুবাধে আমাদের এক শুভাকাঙ্খী জানিয়েছেন একটি নুরানী মাদ্রাসায় বিশুধ পানী সরবরাহের জন্য মাদ্রাসা প্রাঙনে একটি টিউবউয়েল অতীব প্রয়োজন হয়ে পড়েছে।

বিষয়টি জানতে পেরে Free Helpness By Saidul এর টিম বিষয়টি যাচাই বাচাই করেন,এবং উক্ত মাদ্রাসায় একটি পানীর টিউবওয়েল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


এরপর যেই কথা সেই কাজ আমাদের টিমের সদস্যরা যে যার মতো করে কাজে লেগে যায়।
প্রথমে আমরা টেপারডাঙ্গা দারুস সুন্নাহ নূরানি একাডেমি ও হাফেজিয়া মাদরাসায় গিয়ে সেখানকার প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে টিউবওয়েল স্থাপনের জায়গা নির্ধারন করি।

এই সময় আমাদের টিমের অন্যান্য মেম্বার আমাদের অনেক সাহায্য করেন,বিশেষ করে রাব্বি ভাই ও রনিউল ইসলাম রনি ভাই প্রতি বিশেষ ধন্যবাদ ও ভালোবাসা রইলো।


পরিশেষে টেপারডাঙ্গা দারুস সুন্নাহ নূরানি একাডেমি ও হাফেজিয়া মাদরাসায় আমরা একটি পানীর টিউবওয়েল স্থাপন করতে সক্ষম হই।
এবং উক্ত মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের হাসি খুশি দেখে সত্যি আমাদের মনটা ভরে যায়।
সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে Free Helpness By Saidul গরীব দুঃখীদের পাশে দাড়াতে পারে।


আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ

No comments:

Post a Comment